Pages

কি ভাবে একটি সফল ব্লগ শুরু করবেন এই ২০১৭ তে ?

সূচনা :

এটাই ২০১৭ আর এখনি সময় নিজের একটি ব্লগ শুরু করবার যেটি কার্যকরী ভূমিকা রাখবে আপনার ব্যবসায়িক প্রসারনায়,হয়তবা ভাবছেন কিভাবে ? 
এখানে ধারাবাহিক ভাবে আলোচনা করা হবে সফল ব্লগ কিভাবে শুরু ও পরিচালনা করবেন এই ২০১৭

বি টু বি মার্কেটার যারা ব্লগিং করেন সে সমস্ত মার্কেটার ৬৭% লিড যেনারেট করেছেন তাদের অপেক্ষা যেসমস্ত মার্কেটার ব্লগিং করেন নি অতএব বুঝতেই পারছেন, আপনাকে কি সিদ্ধান্তে উপনীত হতে হবে?
১৩ গুন পজিটিভ ROI উপভোগ করছেন সে সমস্ত মার্কেটার যারা অগ্রাধিকার ভিত্তিতে ব্লগিং করেছেন।
ব্লগিং ব্যায়বহুল কারন একটিই সেটি হচ্ছে আপনাকে মুল্যবান সময় দিতে হবে।
সে সমস্ত প্রতিষ্ঠান ৯৭% গ্রাহক তাদের মুল সাইটে পেয়ে থাকে ব্লগিং থেকে।
রেটিং পাঁচ এ আছে ব্লগিং নির্ভরযোগ্য সঠিক তথ্যের উৎস    ।

সিদ্ধান্তে উপনীত হতে পারছেন কি ?
ইনবাউন্ড মার্কেটারদের জন্য ব্লগিং একটি গুরত্ব পূর্ন অংশ কারন এটি খুব সহজে তথ্যবহুল উপাত্ত ও বার্তা পৌঁছাতে সহায়তা করে নিজের অনসারীদের ও নতুন সাইট ভিজিটরদের যেটি আপনাকে পৌঁছে দেবে সে জায়গাতে যেখান থেকে আপনি পাবেন সুন্দর সার্চ রেজাল্ট , বিশ্বাস 
যোগ্যতা এবং আপনাকে বিশ্বের কাছে পরিচয় দিবে একজন নির্ভরশীল ও দক্ষ গাইড হিসাবে আপনার কার্য ক্ষেত্রে ।

শুধু এতটুকুই না ব্লগিং একটি নিয়মিত বিষয় এবং এটি আপনি যত নিয়মতন্ত্রিক ভাবে করবেন ততটাই সফলতা পাবেন ও সফল হবেন।
মোট ১২ টি আলচোনা পর্বে সমস্ত বিষয় আলোচনা করা হবে , আশা করি সঙ্গে থাকবেন আপনি , আপনাকে সমৃদ্ধ  করতে  ।

ব্লগিং শুরু করতে হলে আপনার প্রথমত যে বিষয়টিকে আমলে নিতে হবে সেটি হল ধৈর্য এবং এ বিষয়ে আপনাকে বদ্ধপরিকর হতে হবে, একটি ব্লগ শুরু ও রক্ষনাবেক্ষন করা একদিনের কোন ব্যাপার না শুরু করতে হলে প্রথমে আপনাকে পরিকল্পনা গ্রহন করতে হবে  যে কি বা বিষয়ে আপনি ব্লগ শুরু করবেন , আপনাকে প্রয়জনীয়ও তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে এবং নিয়মিত লিখতে হবে সুনির্দিষ্ট ব্যক্তি , গোষ্ঠী, ফোরাম ও কমিউনিটি , এলাকা , শ্রেনী ও বয়স গ্রুপ কে উল্লেখ করে আপনার ব্লগের সফলতা পেতে হলে।
Source:hubspot